শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ উপলক্ষ্যে শেরপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা। প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু।
সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মকবুল হোসেন, উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল হাই বারী, শেরপুর উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম গোলাম মোস্তফা, সাংবাদিক আব্দুল ওয়াদুদ প্রমুখ।
শেষে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।