সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / সরকার দুর্বল হয়ে দমন নীতি চালাচ্ছে: রিজভী

সরকার দুর্বল হয়ে দমন নীতি চালাচ্ছে: রিজভী

শেরপুর নিউজ ডেস্ক: সরকার দুর্বল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার দুর্বল হয়ে গেছে। ফলে তারা দমন নীতি গ্রহণ করেছে।

বুধবার (১৮ অক্টোবর) জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ডা. ফরহাদ হালিম ডোনার, সহ-প্রচার সম্পাদক শামিমুর রহমান শামীম, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক ড. মোরশেদ হাসান খান প্রমুখ।

রুহুল কবির রিজভী বলেন, ‘আজকের সমাবেশ উপলক্ষে মঙ্গলবার থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর ধিক্কার জানাই। গণতান্ত্রিক সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম দমন করা যায় না। সত্য ও ন্যায়ের সংগ্রাম সব সময় বিজয়ী হয়, হয়তো কিছু দিন কষ্ট হয়।’

বিএনপির এ নেতা বলেন, ‘আমাদের নীতি ও আদর্শ গণতন্ত্র ফেরানো, মানুষের অধিকার ও বাকস্বাধীনতা ফেরানো। সেজন্য আমরা লড়াই করছি। আমাদের লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ কারণে তাঁর ওপর এত নিপীড়ন-নির্যাতন। কিন্তু খালেদা জিয়া তার লক্ষ্য থাকে বিচ্যুতি হননি, তিনি আপোসহীন। এটাই আমাদের প্রেরণার উৎস।’

রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি চ্যাম্পিয়ন, নেতারা চ্যাম্পিয়ন।

চলমান গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ উল্লেখ করে রিজভী বলেন, এই আন্দোলনে বিএনপি জয়লাভ করবে, দেশের মানুষ জয়লাভ করবে।

Check Also

ডিসেম্বরের মধ্যে দেশের সব থানায় কমিটি দেবে জাতীয় নাগরিক কমিটি

শেরপুর নিউজ ডেস্ক: সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্যে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সব থানায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − five =

Contact Us