শেরপুর নিউজ: বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেী মহিলা কলেজের গর্ভনিংবডির সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। তারাই ভবিষ্যতে দেশের হাল ধরবে। তাই তাদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। ভাল ফলাফলের মাধ্যমে আগামীতে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে হবে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১২টার দিকে শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজের একাদশ ও অনার্স প্রথমবর্ষের ছাত্রীদের নবীনবরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ সম হাফিজুল ইসলাম, অভিভাবক সদস্য আলহাজ¦ শাহআলম, ডা. ইকবাল হোসেন সনি, সহকারি অধ্যাপক মৃগেন্দ্রনাথ স্যানাল, সহকারী অধ্যাপক মেহেদী হাসান, প্রভাষক নাহিদ আল মালেক, আব্দুল ওয়াহাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সোহাগ হোসেন।