শেরপুর নিউজ ডেস্ক: হামাস-ইসরায়েল সংঘাতের মাত্রা বৃদ্ধির মধ্যে বিশ্বের নানা প্রান্তে অবস্থান করা নিজ দেশের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে নাগরিকদের জন্য ‘বিশ্বজুড়ে নিরাপত্তা সতর্কতা’ জারি করে। খবর বিবিসির
বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা বৃদ্ধি, সহিংস কর্মকাণ্ডের সম্ভাবনা, বিক্ষোভ বা যুক্তরাষ্ট্রের নাগরিক ও দেশটির স্বার্থের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার আশঙ্কার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে মার্কিন নাগরিকদের বর্ধিত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে।’
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লেবানন ও ইসরায়েল ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করা হয়।
সেই সঙ্গে অতি জরুরি নয় যুক্তরাষ্ট্র সরকারের এমন কর্মকর্তাদের পরিবার নিয়ে ওই দুই দেশের ছাড়ার পরামর্শও দেওয়া হয়।