মিজানুর রহমান মিলন, শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব দূর্গাপূজা উদযাপন উপলক্ষে বগুড়া শাজাহানপুর উপজেলায় হিন্দুদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি(ভারপ্রাপ্ত) সোহরাব হোসেন ছান্নু। ব্যাক্তিগত অর্থায়নে শুক্রবার(২০অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানে উপজেলার প্রত্যেক হিন্দু পাড়ার শতাধিক নারী উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্যে সোহরাব হোসেন ছান্নু সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন। হিন্দুদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় হিন্দুরা অনেক ভালো আছেন। শেখ হাসিনার নির্দেশে আমরা আপনাদের পাশে আছি। অতীতের বিভিন্ন সরকারের সময় আপনাদের উপরে নির্যাতন হয়েছে। আপনারা(হিন্দুরা) তাঁদের ফাঁদে পা দিবেন না।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাছির উদ্দিন বাবলু, নজরুল ইসলাম, মাহফুজার রহমান বাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল হক মুক্তা, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্লা, প্রচার সম্পাদক আসাদুজ্জামান লিটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু সহ অনেকে।