শেরপুর নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে কেউ রক্ষা পাবে না। গুজব প্রতিরোধে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সজাগ এবং গুজব ছড়ানোর চেষ্টা করলে পুলিশ কঠোর হবে।
শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা ঘিরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এখন একটি নতুন উপাদান কয়েক বছর ধরে হয়েছে। ডিজিটাল বাংলাদেশ হওয়ার সঙ্গে সঙ্গে সাইবার জগতে এসে গুজবটা ছড়িয়ে দেয়। সেখানেও আমাদের পুলিশের সাইবার ইউনিট খোলা হয়েছে। সাইবার ইউনিট সক্রিয় রয়েছে। গুজব যারাই রটাচ্ছেন, সঙ্গে সঙ্গে না হলেও দ্রুততম সময়ের মধ্যে তাদের শনাক্ত করে ফেলা হবে। কাজেই সেটা করেও তারা পার পাবে না।
আসাদুজ্জামান খান কামাল বলেন, শারদীয় দুর্গাপূজা উদযাপন ঘিরে কুচক্রী মহল কিংবা দুষ্কৃতিকারীরা সবসময় বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। গুটি কয়েক মানুষ সব সময় স্বাধীনতার বিরোধিতা করছে। এসব কুচক্রী মহলের সংখ্যা খুবই কম। নিরাপত্তা বাহিনী সব দিকে খেয়াল রেখে কাজ করছে।
পূজা নিয়ে কুমিল্লার সংসদ সদস্য বাহারউদ্দিন বাহারের বক্তব্য তার নিজস্ব, এজন্য তাকে সর্তক করা হয়েছে বলে জানান মন্ত্রী। এছাড়া কুমিল্লায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সজাগ থাকবে আইনশৃঙ্খলা বাহিনী বলেও জানান তিনি।
এর আগে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। এসময় ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদসহ পূজা উদ্যাপনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে বৃহস্পতিবার মহাপঞ্চমীর সন্ধ্যায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মণ্ডবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উৎসবের উদ্বোধনের পরে সাংবাদিকদের তিনি জানান, প্রতি বছর পূজা মণ্ডপের সংখ্যা বাড়ছে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেয়া হয়েছে। মণ্ডপগুলোতে দায়িত্বে থাকবেন আনসার ও পুলিশ সদস্যরা। নিচ্ছিদ্র নিরাপত্তায় থাকছে সিসিটিভি ক্যামেরাও।