শেরপুর নিউজ ডেস্ক: মেট্রোরেল আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ দ্বিতীয় দফায় পেছনোর কারণ জানতে চাইলে সচিব বলেন, প্রধানমন্ত্রীর শিডিউলজনিত কারণে উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে। এ ছাড়া কোনো কারণ নেই।
আগারগাঁও-মতিঝিল অংশের মেট্রোরেল উদ্বোধনের তারিখ ফের পিছিয়েছে। আগামী ৪ নভেম্বর উদ্বোধন করা হবে এ অংশের।
শুক্রবার সড়ক পরিবহন ও মহাসড়কের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এ তথ্য জানিয়েছেন। খবর ইউএনবির
মেট্রোরেল আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ দ্বিতীয় দফায় পেছনোর কারণ জানতে চাইলে সচিব বলেন, প্রধানমন্ত্রীর শিডিউলজনিত কারণে উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে। এ ছাড়া কোনো কারণ নেই।
এর আগে আগারগাঁও-মতিঝিল অংশের মেট্রোরেল উদ্বোধনের তারিখ ছিল ২০ অক্টোবর। পরবর্তীতে তা ২৯ অক্টোবর নির্ধারিত হয়।