শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২১ অক্টোবর) রাত সোয়া নয়টার দিকে শাজাহানপুর উপজেলার বেজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুইজন ছুরিকাঘাতে আহত হয়েছেন।
নিহতের নাম জুনায়েত ইসলাম(১৮)। তিনি শাজাহানপুর উপজেলার সুজাবাদ পূর্বপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে।
আহতরা হলেন- জাকিরুল এবং মিল্লাত হাসান। তারা দুজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম।
পুলিশের এই কর্মকর্তা জানান, মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় অটো থেকে দুই/তিনজন খারাপ ভাষায় কিছু একটা বলে। পরে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা ফিরে এসে অটোতে থাকা যাত্রীদের ওপর হামলা করে। এতে তিন জন গুরুতর আহত হয়। পরে তাদের হাসপাতালে নেওয়ার পথে জুনায়েতের মৃত্যু হয় এবং অপর দুজন চিকিৎসাধীন।
বগুড়া ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক আনিছুর রহমান বলেন, জুনায়েতের বুকে ছুরিকাঘাত করা হয়েছে। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।