শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় নিখোঁজের দু’দিন পর ধানক্ষেত থেকে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২২ অক্টোবর) দুপুর ৩টার দিকে গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা এলাকার একটি ধানক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম নাজমুল হাসান(৩৫)। তিনি গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা মধ্যপাড়ার জহুরুল প্রামানিকের ছেলে। তিনি পেশায় সিএনজি চালক ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার।
নিহতের পরিবারের বরাতে পুলিশের এই কর্মকর্তা জানান, নাজমুল ইসলাম গত শুক্রবার বিকালে তার চালিত সিএনজি বাড়িতে রেখেই বেড়িয়ে পড়েন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তবে পরিবার থানায় কোন লিখিত অভিযোগ করেনি এব্যাপারে। শুধু এলাকার মাইকিং করে তার খোঁজ করেছিলেন। রবিবার দুপুর ২টার দিকে হাতিবান্ধা এলাকার একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পায় স্থানীরা। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ দুপুর ৩ টায় মরদেহটি উদ্ধার করে। নাজমুলের শরীরে একাধিক ক্ষতের চিহ্ন পাওয়া যায়।
ওসি সনাতন আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে এবং এ ঘটনায় তদন্ত করে জড়িতের চিহ্নিত করতে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।