সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / একাদশ সংসদের শেষ অধিবেশন শুরু, চলবে ২ নভেম্বর পর্যন্ত

একাদশ সংসদের শেষ অধিবেশন শুরু, চলবে ২ নভেম্বর পর্যন্ত

শেরপুর নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদের শেষ বা ২৫তম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশন চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।

রোববার (২২ অক্টোবর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টায় সংসদের বৈঠক শুরু হয়। এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশনের মেয়াদকালসহ কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ অধিবেশন আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। অবশ্য স্পিকার চাইলে এ মেয়াদ বাড়াতে-কমাতে পারবেন।

গত ১৪ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শেষ হয়। সংসদে সভাপতির দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশন ঘোষণা সম্পর্কিত রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে ওই অধিবেশনের সমাপ্তি টানেন। ওই অধিবেশনে ১৮টি বিল পাস হয়। সংসদে বিল তোলা হয় ৩৫টি। পাসের অপেক্ষায় ৫টি বিল। বাকিগুলো কমিটিতে পরীক্ষাধীন। চলতি অধিবেশনে এসব বিল পাস হতে পারে বলে জানা গেছে।

২৪তম অধিবেশনে তিনটি কমিটি পুনর্গঠন হয়েছে। স্থায়ী কমটির ১৭টি রিপোর্ট উপস্থাপন করা হয়। স্থায়ী কমিটির কার্যক্রম রিপোর্ট উত্থাপন হয়েছে ৩০টি। প্রধানমন্ত্রীর জবাবের জন্য ২৫টি প্রশ্ন জমা পড়েছিল। এর মধ্যে ১১টির জবাব দিয়েছেন। অন্য মন্ত্রীদের জন্য ৭৩৯টি প্রশ্ন পড়েছিল, এর মধ্যে জবাব এসেছে ৫২৬টির।

Check Also

জাতীয়র পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + ten =

Contact Us