সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন অপু বিশ্বাস

দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন অপু বিশ্বাস

শেরপুর নিউজ ডেস্ক: ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী এবং শীর্ষ নায়ক শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন। যদিও এই নায়িকার দ্বিতীয় বিয়ে নিয়ে এবং পুরানো সংসার জোড়া লাগবে কিনা তা নিয়েও নানা আলোচনায় হয়েছে। তবে এবার দ্বিতীয় বিয়ের বিষয়ে তার পরিকল্পনা পরিষ্কার করেছেন অভিনেত্রী।

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে অপু বলেছেন, প্রথম বিয়েটা আমি ভেবে করিনি। তবে দ্বিতীয় বিয়ের কোনো সিদ্ধান্ত গ্রহণ ভেবে করতে চাই। যখন কোনো মেয়ে ভাবে, সে ফের বিয়ে করবে এবং তার একটি সন্তান রয়েছে। এমন অবস্থায় ওই মেয়েটা হয়তো সুখী হবে, সে একজন নতুন জীবনসঙ্গী পাবে কিন্তু সন্তান একজন অন্য মানুষকে পাবে। যে তার বাবা নয়, বা যার সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক নেই। ফলে সে কিন্তু সুখী হবে না। এমন এক পদক্ষেপে হয়তো আমি সুখী হবো, কিন্তু আমার সন্তান সুখী হবে না।

তাহলে কি সন্তানের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করবেন না? এই প্রশ্নের জবাবে অপু বলেন, কার সুখকে বেশি প্রাধান্য দেব? সেটা যদি হয় আমার সন্তান এবং সে যখন জানে, এটাই তার বাবা-মা। হয়তো তারা একই ছাদের নিচে থাকছেন না কিন্তু পরিবার একটাই। বাবা হিসেবেও অন্য কাউকে দেখতে হচ্ছে না। এই বিষয়গুলোই আমি এখন সবচেয়ে বেশি ভাবি।’

দ্বিতীয় বিয়ের পরিকল্পনায় সরাসরি ‘না’ শব্দের ব্যবহার না করলেও অপুর বক্তব্যে স্পষ্ট যে, আপাতত ছেলে জয়ের খুশিই সবকিছু তার জন্য। যেখানে এই নায়িকা চান না, জয় বাবা হিসেবে শাকিব ব্যতীত অন্য কাউকে গ্রহণ করুক।

প্রথম সংসার ভাঙনের পর বিগত ৫ বছরে ছেলে ও কাজ নিয়েই ব্যস্ত সময় পার করেছেন অপু বিশ্বাস।

২০০৮ সালে গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। ২০১৬ সালে কলকাতায় প্রথম সন্তানের জন্ম দেন অপু। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরে ছেলেকে নিয়ে গণমাধ্যমে হাজির হয়ে শাকিব খানের সঙ্গে তার বিয়ে ও সংসারের কথা জানান অপু। নানা নাটকীয়তার পরে ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি।

Check Also

হানিমুনে গেলেন তাহসান-রোজা

শেরপুর নিউজ ডেস্ক: তাহসান রহমান খান সংগীতশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। পরবর্তী সময়ে নাটকে অভিনয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + one =

Contact Us