মো. আশরাফ আলী, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. শাকিল আহম্মেদ (২৫) নামের এক অটো বাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ফুলজোড় নদী শশ্মান ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার হয়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান, নদীতে ভাসমান লাশ দেখে এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উ্দ্ধার করা হয়। নিহত শাকিল বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে মো. জহুরুল ইসলামের ছেলে। সে দুইদিন যাবত নিখোঁজ ছিল। এ ব্যপারে শেরপুর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।