শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন,সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বড় উৎসব এই দূর্গা উৎসব। দুর্গা উৎসব ইতিমধ্যেই একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। দূর্গা উৎসব সমাজের সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করে।
সোমবার (২৩ অক্টোবর) বগুড়া শহরের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় কালে মজিবর রহমান মজনু এসব কথা বলেছেন।
শুভেচ্ছা বিনিময় কালে আরো উপস্থিত ছিলেন প্রদীপ কুমার রায়, আখতারুজ্জামান ডিউক, এডভোকেট জাকির হোসেন নবাব, আব্দুল্লাহ আল রাজী জুয়েল, নাসরিন রহমান সীমা, তপন চক্রবর্তী, আবু সুফিয়ান শফিক, গৌতম কুমার দাস, শিল্পী বেগম, গোলাম হোসেন, সজীব সাহা, আব্দুর রউফ, মুকুল ইসলাম, আতিকুর রহমান আতিক, সাব্বির রহমান শিশু প্রমুখ।