সর্বশেষ সংবাদ
Home / স্বাস্থ্য / সরকারি মেডিকেল কলেজে আসন বাড়ল ১০৩০টি

সরকারি মেডিকেল কলেজে আসন বাড়ল ১০৩০টি

শেরপুর নিউজ ডেস্ক: দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ১ হাজার ৩০টি আসন বাড়িয়েছে সরকার।

তাতে সবগুলো মেডিকেল কলেজ মিলিয়ে পাঁচ হাজার ৩৮০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ তৈরি হল।

দেশে সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা এতদিন ছিল চার হাজার ৩৫০টি। বর্ধিত আসনে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থী ভর্তি করা হবে।

রোববার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটু মিঞা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন সরকারি মেডিকেল কলেজগুলোয় ভবনসহ শিক্ষার্থী ভর্তির মত অবকাঠামো রয়েছে। তাই পুরোনো মেডিকেল কলেজসহ নতুন এসব মেডিকেল কলেজে আসন সংখ্যা বাড়ানো হয়েছে।

“এতদিন শিক্ষক স্বল্পতা ছিল। কিন্তু সম্প্রতি বড় ধরনের একটা পদোন্নতি হওয়ায় শিক্ষকের সঙ্কটও নেই। এ কারণে মেডিকেল কলেজগুলোয় পাঠদান নিয়ে আর সমস্যা হবে না।”

তিনি বলেন, “দেশের সরকারি মেডিকেল কলেজে প্রচুর রোগী আসে। ফলে নতুন শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের সুযোগও অনেক বেশি। এতে মেডিকেল শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল জ্ঞান, দক্ষতাও ভালো হবে।

“সবচেয়ে বড় কথা, প্রতি বছর এক হাজারের বেশি নতুন চিকিৎসক বের হবে। তারা দেশের মানুষকে চিকিৎসা দিবে। স্বাস্থ্য খাতের জন্য এটা অনেক বড় অর্জন হবে।”

নতুন মেডিকেল কলেজগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৬০টি আসন বাড়ানো হয়েছে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে।

এছাড়া মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে ৫০টি, হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজে ৪৯টি, শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর ও টাঙ্গাইল, সাতক্ষীরা মেডিকেল কলেজ, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ ৩৫টি করে আসন বাড়ানো হয়েছে।

Check Also

শীতে ডিম খাওয়ার পর যে ৬ খাবার খাবেন না

শেরপুর নিউজ ডেস্ক : শীতে শরীর উষ্ণ রাখতে পুষ্টিবিদরা ডিম খাওয়ার পরামর্শ দেন। এটি আদর্শ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 16 =

Contact Us