সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে আসছেন যেসব চিকৎসক

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে আসছেন যেসব চিকৎসক

শেরপুর ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে তিন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসছেন বুধবার (২৪ অক্টোবর)। তারা হলেন- ডা. হামিদ রাব, ডা. ক্রিস্টোস জর্জিয়া ও ডা. জেমস পি এ হ্যামিলটন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে আলাপ করেই পরিবারের পক্ষ থেকে এই তিন বিশেষজ্ঞ চিকিৎসককে আনা হচ্ছে। কাল তারা তিনজন ঢাকায় পৌঁছাবেন বলে জানান তিনি। বিকালে একজন এবং রাতে দুইজন ঢাকায় পৌঁছাবেন।

এই তিনজনই হাইলি এক্সপার্ট বিভিন্ন বিভাগ অর্থাৎ নেফ্রোলজি, হেপাটোলজি এবং ইন্টারন্যাশনাল রেডিওলজি, লিভার-কিডনি ট্রান্সপারেন্ট বিভাগের। তারা ট্রান্সজুগলার ইন্ট্রাহেপাটিক পোরটোসিসটেমিক সান্ট(টিপস)করে বা এরকম (লিভার সিরোসিস রোগে আক্রান্ত) রোগী ম্যানেজ করেন। তারা যুক্তরাষ্ট্রের জনহোপকিনস ইউনির্ভাসিটির স্কুল অব মেডিসিনের তিনজনই খুব দক্ষ এবং বিখ্যাত চিকিৎসক।

জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের অনুমোদন নিয়ে এই চিকিৎসকরা ঢাকায় আসছেন।

অধ্যাপক জাহিদ বলেন, ম্যাডামের অবস্থায় অত্যন্ত খারাপ ছিলো সিসিইউতে নেয়া হয়েছিলো। (মঙ্গলবার) দুপুর ১২টার মধ্যে আবার কেবিনে নিয়ে আসা হয়েছে। এখন বিশ্রামে আছেন।
গত ৯ আগস্ট এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার অবস্থা অবণতি হলে গত আড়াই মাসের কয়েক দফা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট(সিসিইউ) স্থানান্তর করা হয়। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহ্বাুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের মেডিকেল বোর্ড এর অধীনে খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে।
জানা গেছে, এই তিন বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় আসার পর তারা বিএনপি চেয়ারপারসনকে দেখবেন তার সকল পরীক্ষা-নিরীক্ষা কাগজপত্র পর্যালোচনা করে মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে আলাপ করে করণীয় ঠিক করবেন। ৭৮ বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন আথ্রাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি, ফুসফুস ও হৃদরোগে ভোগছেন দীর্ঘদিন ধরে।

Check Also

পুলিশে ফের বড় রদবদল

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশে ফের বড় রদবদল করা হয়েছে। বাহিনীটির অতিরিক্ত পুলিশ সুপার ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + twenty =

Contact Us