সর্বশেষ সংবাদ
Home / আইন কানুন / চিড়িয়াখানায় প্রাণীকে উত্ত্যক্ত করলে জরিমানা দুই হাজার টাকা

চিড়িয়াখানায় প্রাণীকে উত্ত্যক্ত করলে জরিমানা দুই হাজার টাকা

শেরপুর নিউজ ডেস্ক: চিড়িয়াখানায় কোনো প্রাণীকে উত্ত্যক্ত করলে দর্শনার্থীকে ক্ষতিপূরণ হিসেবে জরিমানা দিতে হবে দুই হাজার টাকা। অনুমতি ছাড়া খাবার দিলে দুই মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানার সাজা নির্ধারণ করা হয়েছে। এসব বিধান রেখে বুধবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদে চিড়িয়াখানা বিল ২০২৩ পাস হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বিলটি পাসের জন্য সংসদে তোলেন। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিল পাসের আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দীন বলেন, চিড়িয়াখানায় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আছে। প্রাণীর খাবারের জন্য যে বরাদ্দ দেওয়া হয়, তা লুটপাট করা হয়। চিড়িয়াখানায় নানা অব্যবস্থাপনা আছে। তিনি বলেন, সরকারি মুরগির খামার নিয়ে একটি বড় প্রতিবেদন ছাপা হয়েছে। প্রতিবেদনটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রীকে আহ্বান জানান তিনি।

চিড়িয়াখানা বিলে বলা হয়েছে, কোনো দর্শনার্থী ফি ছাড়া চিড়িয়াখানায় প্রবেশ করলে তাঁর কাছ থেকে প্রবেশ ফির সমপরিমাণ মূল্য আদায় করা হবে। মাত্রা বিবেচনা করে দুই হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা যাবে। কোনো দর্শনার্থী চিড়িয়াখানায় কোনো প্রাণীকে উত্ত্যক্ত করলে তাঁর কাছ থেকে দুই হাজার টাকা প্রশাসনিক ক্ষতিপূরণ আদায় করা যাবে।

এতে আরও বলা হয়েছে, চিড়িয়াখানায় কোনো নির্দিষ্ট কারণ ছাড়া কোনো অবস্থাতেই একই প্রজাতির একই লিঙ্গের একটি প্রাণী রাখা যাবে না। ভেটেরিনারি কর্মকর্তার নির্দেশনা ছাড়া প্রকৃতিগত কারণে দলবদ্ধভাবে অবস্থানকারী প্রাণীদের মধ্য থেকে কোনো প্রাণীকে আলাদা বা এককভাবে রাখা যাবে না। প্রাণীর প্রকৃতি বিবেচনা করে ন্যূনতম প্রাকৃতিক পরিবেশ বা সুবিধাসম্পন্ন খাঁচায় আবদ্ধ বা মুক্ত রাখতে হবে। প্রাণীর প্রকৃতিগত আচরণ, সংশ্লিষ্ট প্রাণীর লালন-পালনে নিয়োজিত ব্যক্তি ও দর্শনার্থীদের নিরাপত্তা বিবেচনা করে প্রাণীর খাঁচার অবকাঠামো তৈরি করতে হবে। কোনো বিপন্ন প্রজাতি সংরক্ষণের জন্য সরকার এক বা একাধিক চিড়িয়াখানা নির্দিষ্ট করতে পারবে।

বিলে আরও বলা হয়, সরকারের অনুমোদন ছাড়া কোনো চিড়িয়াখানায় বিদেশি প্রজাতির বন্য প্রাণী কেনা, বিনিময়, উপহার হিসেবে বা অন্য কোনোভাবে সংগ্রহ করা যাবে না। চিড়িয়াখানার কোনো প্রাণীকে লোকালয়ে ছেড়ে দেওয়া যাবে না।

Check Also

ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে ১০০ জন পুলিশে চাকরি পাচ্ছেন

শেরপুর নিউজ ডেস্ক: জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে ১০০ জনকে পুলিশে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =

Contact Us