শেরপুর নিউজ ডেস্ক: আগামী ২৮ অক্টোবর বিএনপিসহ ৩২টি রাজনৈতিক দল ঢাকার ভিন্ন ভিন্ন স্থানে এক দফা দাবিতে মহাসমাবেশ করবে। এজন্য বিএনপির বগুড়ার ১২টি উপজেলার প্রায় অর্ধলাখ নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। বিএনপি নেতারা বলছেন, তাদের সমর্থকসহ নেতাকর্মীরা মহাসমাবেশ সফল করতে বিভিন্ন পথে ঢাকায় যাবেন।
জানা গেছে, সড়কযোগে ঢাকায় যাওয়ার পথে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি ও আওয়ামী লীগের হামলার আশঙ্কায় নদী ও রেল পথেও নেতাকর্মীরা ঢাকামুখী হচ্ছেন। যদিও বগুড়া জেলা বিএনপি বলছে, এখনো তাদের নেতাকর্মীরা বাধাহীন ভাবেই ঢাকায় প্রবেশ করছেন। বৃহস্পতিবার পর্যন্ত সংগঠনটির অন্তত ২৩ হাজার নেতাকর্মী বগুড়া থেকে ঢাকায় পৌঁছেছেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা জানান, জেলার ১২ উপজেলা থেকে বিএনপির অর্ধলাখ নেতাকর্মী ঢাকার মহাসমাবেশে অংশ নেবেন। এ ছাড়াও ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের ১০ হাজার নেতাকর্মী ঢাকায় মহাসমাবেশে যোগদান করবেন।
দলীয় নেতাকর্মীরা ছাড়াও ঢাকার মহাসমাবেশে বগুড়া জেলা বিএনপির ২০ হাজার সমর্থকরাও উপস্থিত থাকবেন। এদের মধ্যে ঢাকায় কর্মরত বিভিন্ন গার্মেন্টস, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বগুড়ার বাসিন্দারা রয়েছেন। বগুড়া জেলা বিএনপি থেকে তাদের সাথে সমন্বয়ের জন্য আলাদা টিম গঠন করা হয়েছে।
এদিকে, জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার বিএনপির সমর্থকরা বলছেন, বগুড়া হচ্ছে বিএনপির মাতৃভূমি। তাই আমরা বিএনপিকে ভোট দেই ও ভালোবাসি। এ কারণে নৌকা যোগে এক সপ্তাহ আগে ঢাকায় এসেছি।
বগুড়া শহরের ঠনঠনিয়া বাসট্যান্ডে গিয়ে দেখা যায়, স্বাভাবিকের চাইতে ঢাকামুখী মানুষদের চাপ অনেক বেশি। সবগুলো বাসেই যাত্রী দিয়ে পরিপূর্ণ। আগামী শুক্রবার ও শনিবার সকালের ঢাকামুখী সব বাসের আগাম টিকিট কাটা হয়েছে।
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাফতুন আহম্মেদ খান রুবেল জানান, মহাসমাবেশ সফল করতে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা দেব। আমার সাথে সদর উপজেলা বিএনপির ভিন্ন ভিন্ন বাসে প্রায় দুই শতাধিক নেতাকর্মী রয়েছেন। আমরা এক দফার দাবি নিয়ে ঢাকায় যাচ্ছি। এই সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।
এদিকে, বিএনপির মহাসমাবেশ ঘিরে বাসের মতো উপচে পড়া চাপ সৃষ্টি হয়েছে রেল পথেও। বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন থেকে প্রতিদিন আটটি আন্তঃনগর ট্রেন ঢাকায় যায়। মহাসমাবেশকে কেন্দ্র করে গত দুইদিন আগে থেকে দ্বিগুণ লোকজন ঢাকায় যেতে শুরু করেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকামুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে সান্তাহার রেল স্টেশনে আসার পরেই দলে দলে লোকজন উঠতে শুরু করেন। ট্রেনের সাধারণ বগিগুলোর পাশাপাশি এসি বগিতেও একরকম তিল ধারণের জায়গা ছিল না।
বগুড়া জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক খোরশেদ আলম জানান, বিএনপির মতো বিএনপির নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। আমরা ভিন্নভাবে ৩২টি দল ঢাকায় যাব। ভিন্ন ভিন্নভাবে সমাবেশ করবো। এই সমাবেশ থেকেই সরকার পতনের ডাক দেওয়া হবে।
সান্তাহার জংশনের স্টেশন মাস্টার হাবিবুর রহমান জানান, গত কয়েকদিনে ঢাকামুখী ট্রেনে যাত্রী চাপ বেড়েছে। তবে নির্দিষ্ট সংখ্যার টিকিট বিক্রি করা হচ্ছে।
ট্রেন ও সড়ক পথের মতোই এবারও নদী পথে বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলা থেকে যমুনা নদী দিয়ে জামালপুর হয়ে শত শত নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। সারিয়াকান্দির কালিতলা ঘাট ও ধুনটের শহড়া বাড়ি ঘাট থেকে প্রথমে জামালপুরের সরিষাবাড়ি ঘাটে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকে আবারও নদী পথে ঢাকার আমিনবাজার ও সদরঘাট হয়ে ঢাকায় প্রবেশ করছেন তারা।
বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, কোনো রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়নি। তবে জেলা পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কর্তব্যরত পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও মাঠে রয়েছেন। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে দমন করা হবে।