শেরপুর নিউজ: বগুড়ায় অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২ স্পেশাল কোম্পানীর সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত ১২ টার দিকে বগুড়া সদরের ফুলদিঘী দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আমির হোসেন ওরফে আমিনুল ইসলাম (৪৫) বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ঘাসুরিয়া গ্রামের মৃত আব্দুল মালেক মানু শেখের ছেলে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, তার বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় বাড়িতে প্রবেশ করে চেতনানাশক স্প্রে করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগে মামলা রয়েছে। এছাড়া বগুড়ার বিভিন্ন থানাসহ টাঙ্গাইল জেলায়ও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় সোর্পদ করা হয়েছে।