সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ডাচ ‘শামুকে’ পা কাটতে চায় না অস্ট্রেলিয়া

ডাচ ‘শামুকে’ পা কাটতে চায় না অস্ট্রেলিয়া

শেরপুর নিউজ: হঠাৎ করেই ফেভারিট তকমা নিয়ে ভারতে পা রাখা অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছিল। সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্রথম দুই ম্যাচে হারের পর অবশ্য ছন্দ খুঁজে পেয়েছে পরের দুটিতে। তবুও সতর্ক রয়েছেন প্যাট কামিন্সরা, নেদারল্যান্ডসের বিপক্ষে তারা কোনো ভুল করতে প্রস্তুত নয়। একইসঙ্গে ডাচদের বিপক্ষে অস্ট্রেলিয়া কঠিন লড়াই হতে পারে বলেও মনে করছে।

বিশ্বকাপের চলমান আসরে প্রথম বড় অঘটনের জন্ম দিয়েছে নেদারল্যান্ডস। শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে দারুণ উড়তে থাকা দক্ষিণ আফ্রিকা পা কেটেছে ‘ডাচ শামুকে’। বিশ্বকাপে খেলা পাঁচ ম্যাচের মধ্যে তারা কেবল ডাচদের বিপক্ষে হেরেছে। একই পরিণতি বরণ করতে চায় না অস্ট্রেলিয়াও। সে কারণে স্কট এডওয়ার্ডসের দলকে সমীহ করার কথা জানিয়েছেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ।

আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া জোড়া সেঞ্চুরি পেয়েছিল। ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনিংয়ে ২৫৯ রানের জুটি গড়েন মিচেল মার্শ। ডাচদের বিপক্ষে নামার আগে মার্শ বলছিলেন, ‘এটা বিশ্বকাপ। এই পর্যায়ে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা নেদারল্যান্ডসকে সমীহ করি। ওরা খুব ভালো ক্রিকেট খেলছে এবং লড়াইটাও কঠিন হবে।’

বিশ্বকাপ আসরে নেদারল্যান্ডস ও আফগানিস্তানের ভালো করার বিষয়টিকে দারুণ উপভোগ করছেন এই অজি ক্রিকেটার, ‘হ্যাঁ, উন্নতি করছে দলগুলো। বিশ্বক্রিকেটের জন্য এটা ইতিবাচক। বিশেষ করে বিশ্বকাপের মতো বড় আসরে। আমি আরও অনেকবার বলেছি, অবশ্যই কোনো ম্যাচই সহজ নয়। প্রতিটি ম্যাচের আগে সব বিভাগের প্রস্তুতি নিয়ে মাঠে নেমে তবেই জয়ের আশা করা যায়।

সর্বশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে বেশ দাপট দেখিয়েছে কামিন্স বাহিনী। ম্যাচগুলোতে ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে দেখা গেছে মার্শকে। তাতে সফলও হয়েছেন এই জুটি। তবে ট্র্যাভিস হেড ফিরলে তিনিই ওপেন করবেন বলে শোনা যাচ্ছে। এ নিয়ে মার্শের মন্তব্য, ‘আমাদের শুরুটা ভালো হয়নি। ওই সময় কিছুটা চাপেও ছিলাম। তবে এখনকার অবস্থা খুব ভালো। সর্বশেষ দুই ম্যাচে সত্যিই ভালো ক্রিকেট খেলেছি আমরা। আশা করছি, এই ম্যাচেও তেমনই হবে। সিদ্ধান্তটা (হেড—এর বিষয়ে) আজ (গতকাল) বিকেলে কিংবা রাতে নেওয়া হবে। ওকে দেখে ভালো মনে হচ্ছে। গত রাতে বড় শটের অনুশীলনও করেছে সে। খুব ভালো অনুভব করছে বলে নিজেও জানিয়েছে হেড। তবে সবার ওপরে তার ফিট থাকার বিষয় রয়েছে।’

শক্তি-সামর্থ্যে অজিদের সঙ্গে ডাচদের লড়াইটা অসম বলা যায়। কিন্তু বিশ্বকাপ মঞ্চে যেকোনো কিছুই ঘটতে পারে। ওয়ানডেতে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস এখন পর্যন্ত ২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ২টিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। যদিও সেই ম্যাচগুলো ছিল অনেক আগের। ২০০৩ বিশ্বকাপে ৭৫ রানে জয় (বৃষ্টিবিঘ্নিত ম্যাচ) এবং ২০০৭ আসরে ২২৯ রানের বিশাল জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।

Check Also

ওয়েস্ট ইন্ডিজ সফরের নারী দল ঘোষণা করলো বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − eleven =

Contact Us