শেরপুর নিউজ: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুক্রবার (২৭ অক্টোবর) পাকিস্তানকে ২০ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টাইগ্রেসদের ছুড়ে দেয়া ১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০০ রানেই থেমে যায় পাক মেয়েদের ইনিংস। বিসমাহ মারুফ সর্বোচ্চ ৩০ রান করেন। জ্যোতিদের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন নাহিদা আক্তার ও রাবেয়া খাতুন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১২০ রানের পুঁজি পায় বাংলাদেশ। স্বর্ণা আক্তার সর্বোচ্চ ২২ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে জ্যোতিরা। চট্টগ্রামে শুক্রবার ১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তানের মেয়েরা। নাটালিয়া পারভেজকে করা প্রথম বলেই সরাসরি বোল্ড করে টাইগ্রেসদের প্রথম সফলতা এনে দেন মারুফা আক্তার। শুরুর ধাক্কা সামলাতে পাওয়ারপ্লেতে ধীরগতির ব্যাট করে মাত্র ২৮ রান তোলে। কিন্তু ৬.১ ওভারে রাবেয়া খাতুনের বলে রিতু মনির হাতে ক্যাচ দিয়ে মাত্র ৯ রানেই ফিরে যান সিদরা আমিন।
এরপর নিয়মিত বিরতি উইকেট হারাতে থাকা পাকিস্তানের মেয়েরা ম্যাচে ফিরতে ব্যর্থ হন। মুনিবা আলী ও অধিনায়ক নিদা দার ৬ এবং আলিজা রিয়াজ ফেরেন ৮ রান করে। ক্রিজের একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখা বিসমাহ মারুফ বেরিয়ে এসে মারতে গেলে স্টাম্পিং হয়ে ফিরে যান। ফাহিমা খাতুনের শিকার হওয়ার আগে ৪৪ বলে ২ চারে তিনি করেন ৩০ রান।
এছাড়া ইরাম জাভেদ ও উম্মে হানির ব্যাট থেকে আসে যথাক্রমে ১৫ ও ১৪ রান করে। শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৬ রান। কিন্তু পাক মেয়েরা মাত্র ৫ রান নিতে সক্ষম হলে ২০ রানের জয়ের পাশাপাশি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে টাইগ্রেসরা। টাইগ্রেসদের হয়ে নাহিদা ও রাবেয়া ২টি এবং মারুফা ও ফাহিমা একটি করে উইকেট পান।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুন করে বাংলাদেশের মেয়েরা। প্রথম পাওয়ারপ্লেতে কেবল শামীমা সুলতানার উইকেট হারিয়ে ৪৮ রান তুলে ফেলে তারা। ডায়ানা বাইগের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরার আগে ১৩ বলে ২ চার ও ১ ছয়ে ১৮ রান করেন শামীমা। দলীয় ৫৪ রানের মাথায় দুর্ভাগ্যজনক রানআউট হয়ে ফিরে যান দারুন খেলতে থাকা সোবহানা মোস্তারি।
তিনি ১১ বলে ২ চারে করেন ১৬ রান। দলীয় ৬৭ রানের মাথায় মুর্শিদা এবং ৭১ রানের মাথায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ফিরে গেলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। মুর্শিদার ব্যাট থেকে আসে ২০ রান, জ্যোতি ফেরেন ১০ রান করে। কিন্তু সেখান থেকে রিতু মনি এবং স্বর্ণা আক্তারের দারুন ব্যাটিংয়ে লড়াকু পুজি পায় বাংলাদেশ। ২১ বলে ২চারে ১৯ রান করে নাসরা সান্ধুর বলে ফেরেন রিতু। স্বর্ণা অপরাজিত থাকেন ২৭ রানে।