শেরপুর নিউজ: স্বপ্নের বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১ টা ৪০ মিনিটে তিনি এর উদ্বোধন করেন। টানেলের পতেঙ্গা প্রান্তে হয় উদ্বোধন অনুষ্ঠান। উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী টানেল দিয়ে যান আনোয়ারা প্রান্তে। পরে কোরীয় ইপিজেড মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন সরকার প্রধান।
এদিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কেইপিজেড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। আজ শনিবার সকাল ৭টা থেকেই আনোয়ারা-কর্ণফুলী উপজেলার পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে আসছেন।
এদিন সকাল ৮টা থেকে সমাবেশের কার্যক্রম শুরু হয়। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন।
দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে কর্ণফুলী নদীর তলদেশে এই টানেল নির্মিত হয়েছে। এর মাধ্যমে নতুন এক স্বপ্নের অগ্রযাত্রা শুরু হলো।