সর্বশেষ সংবাদ
Home / উন্নয়ন / রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

শেরপুর নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের আরেকটি চালান ঈশ্বরদীর রূপপুরে পৌঁছেছে। এ নিয়ে ইউরেনিয়ামের পঞ্চম চালান পৌঁছাল রূপপুরে। এক সপ্তাহের ব্যবধানে গতকাল ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর প্রকল্প এলাকায় প্রবেশ করে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী তথ্য নিশ্চিত করে বলেন, ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর ভোরে রাজধানী থেকে রওনা হয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়। গত ২৮ সেপ্টেম্বর দেশে এসে পৌঁছায় প্রকল্পের জ্বালানির প্রথম চালান। পরদিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় জ্বালানি নেওয়া হয় প্রকল্প এলাকায়। ৫ অক্টোবর ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তা হস্তান্তর করা হয়।

Check Also

স্যাটেলাইট ইন্টারনেট চালু করবে অন্তর্বর্তী সরকার

শেরপুর নিউজ ডেস্ক: দেশে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের ফসল ঘরে তুলতে বর্তমান স্যাটেলাইট ইন্টারনেট চালুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 5 =

Contact Us