শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীতে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে সরকার। বিজিবির জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি নামানো হয়েছে। কত প্লাটুন এই মুহূর্তে বলতে পারছি না।’
আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন, শান্তিনগর, ফকিরাপুল ও আশাপাশের এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। এছাড়া কাকরাইল, পল্টন ও বিজয়নগরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা। এসব ঘটনায় একাধিক যানবাহন ভাঙচুর করা হয়েছে। দুটি মোটরসাইকেল পোড়ানো হয়। প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনাও ঘটেছে। এ সংঘর্ষে অন্তত ৪১ জন পুলিশ সদস্যসহ অন্তত ৫০জন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দফা দাবি আদায়ে মহাসমাবেশ করছে বিএনপি। গতকাল বিকেল থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন দলের নেতকর্মীরা। আজ সকাল গড়িয়ে দুপুরের পর সমাবেশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
কিছু দূরে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সকাল থেকে সেখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন দলটির নেতাকর্মীরা। এরপর দুপুরের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়।
এদিকে মতিঝিলের শাপলা চত্বরে জামায়াতে ইসলামী সমাবেশের অনুমতি চেয়েও পায়নি। পরে তারা অনুমতি ছাড়াই সমাবেশ করার ঘোষণা দেয়। আজ সকাল থেকেই দলটির নেতাকর্মীরা মতিঝিলের বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে শাপলা চত্বরে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে জামায়াতকে আরামবাগে সমাবেশের অনুমতি দেওয়া হয়।