শেরপুর নিউজ: বিএনপির মহাসমাবেশ পণ্ডর প্রতিবাদে রবিবার (২৯ অক্টোবর) ডাকা হরতালে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার (২৮ অক্টোবর) সংগঠনের মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জনবিরোধী এ হরতালে মালিক-শ্রমিকরা কখনো সাড়া দেবে না, এটি প্রত্যাখ্যান করেছে তারা। তাই হরতাল উপেক্ষা করে রবিবার রাজধানীর অভ্যন্তরীণ সড়কে বাস চলবে। যাত্রী পাওয়া সাপেক্ষে চলবে দূরপাল্লার বাস। একই সঙ্গে বিএনপির হরতাল চলাকালে গাড়ি চলাচল নির্বিঘ্ন রাখতে সড়কে নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে মালিক সমিতি।
প্রসঙ্গত, শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে হরতালের ডাক দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি তাণ্ডবের প্রতিবাদে আগামীকাল রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল।’