সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / বিশ্বকাপে যে রেকর্ড গড়লেন সাকিব আল হাসান

বিশ্বকাপে যে রেকর্ড গড়লেন সাকিব আল হাসান

শেরপুর নিউজ: নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নেমে আরো একটি রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। ডাচদের বিপক্ষে শনিবার (২৮ অক্টোবর) ১ উইকেট শিকার করেছেন বাংলাদেশের এই অধিনায়ক। আর তাতেই বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনার হলেন তিনি। ৩৯ ইনিংসে ৬৮ উইকেট নিয়ে স্পিনারদের তালিকায় শীর্ষে আছেন মুত্তিয়া মুরালিধরন ।
বিশ্বকাপে ৪১টি উইকেটের মালিক সাকিব।
তার পরে ৪০ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার লেগ-স্পিনার ইমরান তাহির।
তবে এই রেকর্ড গড়তে সাকিব ৩৪টি ইনিংস খেলেছেন। তার বিপরীতে প্রোটিয়া স্পিনার খেলেছেন ২১ ইনিংস।
এর আগে বিশ্বকাপ ইতিহাসে সেরা অলরাউন্ডারের কৃতিত্ব অর্জন করেছিলেন সাকিব আল হাসান। ৫ বিশ্বকাপ খেলে ১ হাজার ১৬১ রান এবং ৩৮ উইকেট নিয়ে তিনি সবাইকে ছাড়িয়ে যান। এরপর অবশ্য তার রান ও উইকেটের সংখ্যা আরও বেড়েছে।

Check Also

ওয়েস্ট ইন্ডিজ সফরের নারী দল ঘোষণা করলো বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =

Contact Us