শেরপুর নিউজ: মিশরের কায়রো-আলেকজা মহাসড়কের ওয়াদি আল-নাতরুন এলাকায় বাস ও বেশ কয়েকটি গাড়ির ভয়াবহ সংঘর্ষে সরকারি তথ্য অনুযায়ী ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত। শনিবার সকালে কায়রো যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস পার্ক করা একটি গাড়িকে ধাক্কা দিলে কুয়াশায় এ দুর্ঘটনাটি ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ওই সড়কটির দ্রুততম লেনে একটি লরি উল্টে পড়ে আছে। একটি বড় বাস ও একটি মিনিবাস আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। ভাঙাচোরা রাস্তা ও সিগন্যালের কারণে মিশরে প্রায়ই ঘটছে এ ধরনের দুর্ঘটনা।
আরব-আফ্রিকান দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল দেশ মিশরের সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে শুধু ২০২১ সালেই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সাত হাজার মানুষ।
Check Also
ভারি বৃষ্টিতে মক্কা-মদিনা ও জেদ্দায় বন্যা
শেরপুর নিউজ ডেস্ক: সৌদি আরবের মক্কা-মদিনা ও জেদ্দা শহরে ভারি বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। গত …