সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ঢাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

শেরপুর নিউজ ডেস্ক: সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল–সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে কার্যালয়ের একপাশ বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাতটার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ করা যায়।

এদিকে সকাল থেকেই গণপরিবহন সংখ্যা কম দেখা গেছে রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে। রাজধানীর পান্থপথ, মোহাম্মদপুর, গ্রিনরোড, কারওয়ান বাজার এলাকায় সকালের দিকে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে।

হরতালে বিশৃঙ্খলা এড়াতে রাজধানীতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বিভিন্ন স্থানে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জনসাধারণের নিরাপত্তায় গতকাল শনিবার রাতেই রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, রমনায় এক প্লাটুন, মতিঝিলে দুই প্লাটুন ও পল্টনে দুই প্লাটুন বিজিবি টহলে থাকবে। এ ছাড়া সচিবালয়ে দুই প্লাটুন ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে ‘পুলিশের হামলার প্রতিবাদে’ বিএনপি এই হরতাল ডেকেছে।

পরে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম সন্ধ্যায় এক বিবৃতিতে আজ সকাল–সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়, ঢাকায় তাদের সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে দলটি এ কর্মসূচি নিয়েছে।

গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বিএনপির হরতালে সমর্থন দিয়েছে।

Check Also

বিডিআর স্বজনদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

শেরপুর নিউজ ডেস্ক: পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ‘নিরপরাধ জওয়ানদের’ মুক্তি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 8 =

Contact Us