শেপুর নিউজ ডেস্ক:: বগুড়ায় হরতাল চলাকালে রোববার (২৯ অক্টোবর) বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ হয়েছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল ছোড়া, ককটেল বিস্ফোরণ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেট ছোড়ার ঘটনা ঘটেছে। জেলা বিএনপি ও আওয়ামী লীগ অফিসের সামনে এখনো দু’দল মুখোমুখি অবস্থানে রয়েছে। এ ঘটনায় বিএনপি’র দুই কর্মী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে হরতাল সফল করতে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে ও বিভিন্ন স্থানে পিকেটিং শুরু করে। বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশও করে। এছাড়া আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা টেম্পল রোডে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে অংশ নেয়।
এ অবস্থায় সকাল ১০টার দিকে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদর মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বিএনপির কার্যালয় সামনে, নবাব বাড়ি সড়ক, ফতেহ আলী মোড়, গালাপট্টিতে ও টেম্পল রোড রণক্ষেত্রে পরিণত হয়। দু’দলই লাঠিসোটা নিয়ে একে অপরকে ধাওয়া করে। এ সময় ফতেহ আলী মোড়ের দিকে ৫-৬টি ককটেল বিস্ফোরিত হয়। দুই দলই বৃষ্টিরমত পরস্পরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করে।
এক পর্যায়ে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করা হলে পুলিশ বিএনপি ও ছাত্রদল নেতা কর্মীদের ধাওয়া করে নিয়ে যায়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে তাদের ধাওয়া করে। বেলা সাড়ে ১০টার দিকে আবারো বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় গালাপট্টিতে শহর বিএনপির অফিসে হামলা চালানো হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরিস্থিতি এখনো উত্তেজনাকর।