সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় হরতাল চলাকালে বিএনপি-আ’লীগ সংঘর্ষ, পুলিশের টিয়ারসেল

বগুড়ায় হরতাল চলাকালে বিএনপি-আ’লীগ সংঘর্ষ, পুলিশের টিয়ারসেল

শেপুর নিউজ ডেস্ক:: বগুড়ায় হরতাল চলাকালে রোববার (২৯ অক্টোবর) বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ হয়েছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল ছোড়া, ককটেল বিস্ফোরণ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেট ছোড়ার ঘটনা ঘটেছে। জেলা বিএনপি ও আওয়ামী লীগ অফিসের সামনে এখনো দু’দল মুখোমুখি অবস্থানে রয়েছে। এ ঘটনায় বিএনপি’র দুই কর্মী আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে হরতাল সফল করতে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে ও বিভিন্ন স্থানে পিকেটিং শুরু করে। বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশও করে। এছাড়া আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা টেম্পল রোডে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে অংশ নেয়।

এ অবস্থায় সকাল ১০টার দিকে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদর মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বিএনপির কার্যালয় সামনে, নবাব বাড়ি সড়ক, ফতেহ আলী মোড়, গালাপট্টিতে ও টেম্পল রোড রণক্ষেত্রে পরিণত হয়। দু’দলই লাঠিসোটা নিয়ে একে অপরকে ধাওয়া করে। এ সময় ফতেহ আলী মোড়ের দিকে ৫-৬টি ককটেল বিস্ফোরিত হয়। দুই দলই বৃষ্টিরমত পরস্পরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করে।

এক পর্যায়ে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করা হলে পুলিশ বিএনপি ও ছাত্রদল নেতা কর্মীদের ধাওয়া করে নিয়ে যায়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে তাদের ধাওয়া করে। বেলা সাড়ে ১০টার দিকে আবারো বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় গালাপট্টিতে শহর বিএনপির অফিসে হামলা চালানো হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরিস্থিতি এখনো উত্তেজনাকর।

Check Also

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ড, কোন ক্ষয় ক্ষতি হয়নি

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় শনিবার (৪ জানুয়ারি) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + one =

Contact Us