শেরপুর নিউজ : বগুড়ায় মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। রবিবার বিকালে বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এ রায় দেন।
দণ্ডিত ব্যক্তিরা হলেন- বগুড়া সদরের পালশা সরকারপাড়া এলাকার আনোয়ার হোসেন এবং সেউজগাড়ি রেল কলোনী এলাকার ময়নাল হোসেন। রায় ঘোষণার সময় ময়নাল আদালতে উপস্থিত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌসুলি এডভোকেট নাসিমুল করিম হলি।
এডভোকেট হলি জানান, ২০১৬ সালের ২৮ মার্চ সেউজগাড়ী সুইপার কলোনির দক্ষিণ পুকুর পাড় থেকে ২০৬ গ্রাম হেরোইনসহ আনোয়ার ও ময়নালকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়। সেই মামলায় আদালত দুই আসামি আনোয়ার এবং ময়নালকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আনোয়ার হোসেন জামিন নেয়ার পর থেকেই পলাতক রয়েছে।