শেরপুর নিউজ : বগুড়ার শেরপুরে বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। রবিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর নেতৃত্বে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয় থেকে একটি ঝটিকা মিছিল বের হয়। তবে হরতালের সমর্থনে তাদের কোনো পিকেটিং করতে দেখা যায়নি। এদিকে নাশকতার আশঙ্কায় বিএনপি ও যুবদলের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) রাতে শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বিএনপির নেতা মো. শহিদুল ইসলাম ওরফে পাশা (৪০), আব্দুর রাজ্জাক (৫০), মাহবুব রহমান (৬৯), যুবদল নেতা মোস্তফা কামাল (৩৮) ও এরশাদ আলী (৩৭)।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা এই তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনের নামে আগের একটি নাশকতা ও বিস্ফোরক মামলা রয়েছে। ওই মামলায় আদালত থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়। আর সেই গ্রেফতারি পরোয়ানা মূলে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে সমাবেশ থেকে ফেরার পথে উপজেলার খানপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোস্তফা কামাল ও একই ইউনিয়নের যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এরশাদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রবিবার বিকেলেই বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Check Also
শেরপুরে সমবায় দলের পথসভা অনুষ্ঠিত
শেরপুর নিউজ ডেস্ক: একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী …