শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বগুড়া জেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও বগুড়া জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মুনসুর রহমান মুন্নু ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)।
বেশ কিছুদিন যাবৎ তিনি অসৃস্থ হয়ে হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। রোববার রাতে তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনি চিকি’সাধিন অবস্থায় কিছুক্ষন আগে তিনি মারা যান। নিহত মুন্নু’র ভাগিনা ব্যাংক কর্মকর্তা শহিদুল আলম নিলু গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তার মৃত্যুতে বগুড়া জেলা আ. লীগের সভাপিত আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুসহ জেলা নেতবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।