শেরপুর নিউজ : রাজধানীতে বিএনপির সঙ্গে সংঘর্ষে আমিরুল ইসলাম পারভেজ নামের এক পুলিশ সদস্য নিহতের ঘটনায় বিএনপির ১৬৪ জনের নামে মামলা হয়েছে। এ মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকেও আসামি করা হয়েছে।এ ছাড়া মামলায় অজ্ঞাত আরো অনেককে আসামি করেছে পুলিশ। রবিবার (২৯ অক্টোবর) ডিএমপির মিরপুর বিভাগের গোয়েন্দা শাখার এসআই মাসুক মিয়া বাদী হয়ে মামলাটি করেন।
পুলিশের এই মামলায় ফখরুল, রিজভী, আব্বাস ছাড়াও বিএনপির জাতীয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আব্দুস সালাম, নিপুণ রায়, আমিনুল হক, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নাম উল্লেখযোগ্য। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (মিডিয়া) উপকমিশনার ফারুক হোসেন।
মামললার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে পুলিশকে আক্রমণ করে। এতে গুরুত্বর জখমসহ পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে।