সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ার বিএনপির হরতালে সংঘর্ষের ঘটনায় তিন মামলা

বগুড়ার বিএনপির হরতালে সংঘর্ষের ঘটনায় তিন মামলা

শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির ডাকা হরতালে পুলিশের সঙ্গে সংঘর্ষ, হামলা, ভাংচুরের ঘটনায় বগুড়ার সদর থানায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় ৪৩ জনের নাম উল্লেখ রয়েছে। আর অজ্ঞাত আসামি করা হয়েছে অসংখ্যজনকে।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে এই মামলাগুলোর বিষয় নিশ্চিত করেন সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ।এর আগে রোববার রাতে সদর থানায় মামলাগুলো দায়ের হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, রোববার বগুড়া সদরের ঢাকা-রংপুর মহাসড়কে খোলারঘরে হরতাল সমর্থকরা অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনে হামলা চালিয়ে ভাংচুর করছিল। এই সময় র্যা ব ও হাইওয়ে পুলিশের গাড়িকে লক্ষ্য করেও ইট-পাটকেল বিক্ষেপ করা হয়। বাধা দিতে গেলে বগুড়া সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের ওপর হামলা চালায় হরতাল সমর্থকরা। এই সময় তাদের ছত্রভঙ্গ করতে শটগান থেকে ৩৫ রাউন্ড ছোররা গুলি ছুঁড়ে পুলিশ। এরমধ্যে ৩০ রাউন্ড ডিবি পুলিশ ও ৫ রাউন্ড সদর থানা পুলিশ গুলি চালায়।

পরে এই ঘটনায় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দানের অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে বগুড়া সদর থানার এসআই রুম্মন হাসান বাদি হয়ে মামলা দায়ের করেন।

মামলায় বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান, খোলাঘরের স্থানীয় দুই বিএনপি কর্মী রুহুল আমিন ও আতাউর রহমানসহ ১৯ জনকে আসামি করা হয়েছে৷ এছাড়াও অজ্ঞাত আসামি রয়েছেন।

একই স্থানে দুপুরে পিকেটারদের হামলার শিকার হয় বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীনকে বহনকারী সরকারি জিপ। হরতাল সমর্থকারীরা জানলার কাঁচসহ গাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করে পিকেটাররা। ইউএনও ফিরোজা পারভীন সেদিন সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের একটি মন্দির পডিরদর্শনে গিয়েছিলেন। ফেরার পথে তিনি হামলার মুখে পড়েন।

এই ঘটনায় ইউএনওর দেহরক্ষী আনসার সদস্য জাহিদুল হক বাদী হয় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছেন৷ মামলায় ১৪ আসামির নাম উল্লেখ করা হয়েছে। এখানেও অনেক অজ্ঞাত আসামির কথা উল্লেখ আছে।

আরেকটি মামলা হয় বগুড়া শহরের নবাববাড়ী সড়কে বিএনপি-ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে এ মামলায় ছাত্রদলের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। মামলায় একজন গ্রেপ্তার আছেন। এই মামলা দায়ের করেন সদর ফাঁড়ির এসআই খোরশেদ।
সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, গতকাল রোববার রাতে মামলা তিনটি করা হয়। তিন মামলায় মোট ৪৩ জনের নাম উল্লেখ আছে। আওয়ামী লীগের পক্ষ থেকে একটি মামলা করার কথা রয়েছে, তবে সেটি এখনও হয়নি। তবে এসব মামলায় আটক বা গ্রেপ্তারের তথ্য জানাতে পারেননি ওসি।

Check Also

বগুড়া কারাগারে অসুস্থ সাবেক এমপি রাগেবুল আহসান রিপু

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =

Contact Us