শেরপুর নিউজ : বগুড়ার শেরপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ৩০ অক্টোবর সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, থানার পুলিশ পরিদর্শক তদন্ত আজমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, উলিপুর মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল হাই বারী প্রমুখ। সভায় শেরপুর নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু বলেন উপজেলার বাগড়া গ্ৰামে শেরপুর নন্দীগ্রাম রাস্তায় একটি ব্রীজের মুখ বাঁধ দিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়ায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এজন্য যেকোন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে।
এ ব্যাপারে সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা বলেন এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঐ বাঁধ অপসারণ করা হয়েছিল। আবারও কেউ বাঁধ দিয়ে থাকলে তা অপসারণ সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Check Also
শেরপুরে সমবায় দলের পথসভা অনুষ্ঠিত
শেরপুর নিউজ ডেস্ক: একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী …