শেরপুর নিউজ : ভারতের কেরল থেকে উদ্ধার হয়েছে মালায়ালম অভিনেত্রী রেঞ্জুশা মেননের ঝুলন্ত মরদেহ। তিরুবনন্তপুরমে ভাড়া করা অ্যাপার্টমেন্টে সপরিবারে থাকতেন তিনি।
সোমবার সকালে রেঞ্জুশার ঘর দীর্ঘক্ষণ বন্ধ পেয়ে সন্দেহ হয় তার পরিবারের লোকজনের। পরে দরজা ভেঙে রেঞ্জুশার ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। অভিনেত্রীর বয়স ৩৫। খবর হিন্দুস্তান টাইমসের।
মরদেহ দেখে স্থানীয় শ্রীকারিয়াম পুলিশকে খবর দেয় অভিনেত্রীর বাড়ির লোকেরা। পুলিশ গিয়ে রেঞ্জুশার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টা কিছুটা পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।