সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / গাজায় হামাসের প্রতিরোধে পিছু হটছে ইসরায়েলি ট্যাংক

গাজায় হামাসের প্রতিরোধে পিছু হটছে ইসরায়েলি ট্যাংক

শেরপুর নিউজ : অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের তীব্র প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি ট্যাংক। হামাসের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখন্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালানো শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে ৬ হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক। গাজায় ইসরায়েলের অনবরত বিমান হামলায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১০ লাখেরওবেশি মানুষ।

অনবরত বিমান হামলার পর গাজায় স্থল অভিযান শুরু করে গাজা। প্রবেশ করে বেশ কিছু ট্যাংক। সোমবার গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলীয় কিছু এলাকায় ট্যাংক প্রবেশ করে। সালাহ-আল-দিন সড়কে ঢুকে পড়ে ট্যাংক। সেখানেই হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়ে তারা।

গাজার হামাস সরকারের প্রদান সালামা মারুফ দাবি করেন, গাজার শহরতলী থেকে পিছু হটেছে ইসরায়েলি ট্যাংক। তিনি বলেন, গাজা উপত্যকার আবাসিক এলাকায় কোনো স্থল অভিযান চালাতে পারেনি ইসরায়েল। সালাহ আল দিনে সড়কে ট্যাংক ও বুলডোজার প্রবেশ করেছিল। প্রতিরোধের মুখে তারা পিছু হটে।

গাজার স্থানীয় একজন বাসিন্দা বলেছেন, ইসরায়েলি সেনারা ওই সড়কের বিভিন্ন স্থানে কেটে ফেলেছে এবং কোনো যানবাহন এই সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করলেই গুলি চালাচ্ছে।

Check Also

ভারি বৃষ্টিতে মক্কা-মদিনা ও জেদ্দায় বন্যা

শেরপুর নিউজ ডেস্ক: সৌদি আরবের মক্কা-মদিনা ও জেদ্দা শহরে ভারি বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। গত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 2 =

Contact Us