শেরপুর নিউজ : বগুড়া শহরের তিন নম্বর রেল ঘুমটি সংলগ্ন রেললাইন বাজার এলাকায় মিলন (৩২) নামে একজন মাছ ব্যবসায়ীকে ছুরিকাহত করা হয়েছে।
৩০ অক্টোবর সোমবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়,একাধিক দুর্বৃত্ত মদ্যপ অবস্থায় এসে মাছ ব্যবসায়ী মিলনের নিতম্বে ছুরি মারে।
এরপর তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে এরপর সেখান থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
আহত মিলন শহরের চেলোপাড়ার বাসিন্দা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।পূর্ব শত্রুতার জের ধরে তাকে ছুরিকাহত করা হয় বলে জানা গেছে।