শেরপুর নিউজ ডেস্ক: বিএনপি- জামায়াতের ডাকা তিনদিনের সর্বাত্মক অবরোধকে ঘিরে মহাসড়কে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকেই সদর উপজেলার নওদাপাড়া এলাকায় বগুড়া- রংপুর মহাসড়কে, মাটিডালী ও বনানী এলাকায় এ দৃশ্য দেখা যায়।
এসময় নেতাকর্মীদের মাথায় হেলমেট এবং হাতে লাঠি হাতে অবস্থান নেন তারা। বড়-ছোট কোন যানবাহনই তাদের অবরোধ অতিক্রম করে যেতে পারছে না। অসুস্থ রোগিদের শুধু চিকিৎসার জন্য যেতে দেওয়া হচ্ছে। এছাড়া অনেকেই পায়ে হেঁটে নিজ নিজ কর্মস্থলে যাচ্ছেন এবং এছাড়াও শিক্ষার্থীদের পায়ে হেঁটে প্রতিষ্ঠানে যেতে দেখা যায়।
দুর্ভোগের শিকার যাত্রীরা বলেন, গাড়ী চলছে না অবরোধের জন্য। কিন্তু আমাদের কর্মস্থলে পৌঁছাতে হবেই। তাই বাধ্য হয়ে মহাস্থান থেকে পায়ে হেঁটেই রওনা দিয়েছি।
বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, দলীয় নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে শান্তিপূর্ণ অবরোধ করা হচ্ছে। তবে কেউ বাধা দিতে এলে আমরা প্রতিহত করব।
এদিকে, জনদুর্ভোগ প্রতিরোধ করতে পুলিশের একাধিক টিম কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।
তিনি বলেন, জনদুর্ভোগ সৃষ্টিকারীদের সরিয়ে দিতে পুলিশের পাশাপাশি ডিবি পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।