শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩১ অক্টোবর) গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, কে নির্বাচনে এলো, কে এলো না, কে চোখ রাঙালো এসব নিয়ে পরোয়া করি না। মানুষের জীবনমান পরিবর্তন হয়েছে, উন্নত হয়েছে। যারা ক্যু করার পরে বলে ডায়লগ করতে হবে? ট্রাম্প সাহেবের সঙ্গে কি বাইডেনের ডায়লগ (সংলাপ) হয়েছে? যেদিন ট্রাম্পের সঙ্গে বাইডেনের সংলাপ হবে সেদিন চিন্তা করা যাবে।
প্রধানমন্ত্রী বলেন, যারা নির্বাচন বানচাল করবে তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবে এমনটি বলেছিল। কিন্তু এখন কারা নির্বাচন বানচালের চেষ্টা করছে এটি সবাই দেখছে। কিন্তু এখন তাদের বিরুদ্ধে স্যাংশন না দিয়ে সংলাপ করার কথা বলছে। এদের নীতি নিয়েই তো প্রশ্ন উঠেছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, যে হাত দিয়ে আগুন দেবে ওই হাত পুড়িয়ে দেয়া উচিত। শটের সঙ্গে শটের মতোই আচরণ করতে হবে। জনগণ ওদের সঙ্গে নেই। জনগণ আমাদের সঙ্গে আছে। আশা করি, বিএনপির আচরণ পরিবর্তন হবে। তা না হলে তাদের পরিস্থিতি খারাপ হবে।