সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে বাঙালি নদী থেকে অবৈধভাবে আবারও বালু উত্তোলন

শেরপুরে বাঙালি নদী থেকে অবৈধভাবে আবারও বালু উত্তোলন

শেরপুর নিউজ : বগুড়ার শেরপুরে বাঙালি নদী থেকে অবৈধভাবে ফের বালু উত্তোলন শুরু হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ও মামলায় খরচ হওয়া টাকা তুলতেই বিগত দুইদিন ধরে উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামে বাঙালি নদীতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে অব্যাহতভাবে এই বালু তোলা হচ্ছে। এতে করে ফসলি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।

সম্প্রতি ওই স্থানে বালু উত্তোলনকালে অভিযান চালান উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানা। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কথা শুনেই পালিয়ে যান বালু উত্তোলনকারীরা। ওই সময় বালু উত্তোলন বন্ধ করে দেওয়ার পাশাপাশি এই কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও প্লাস্টিকের পাইপ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বালু উত্তোলনের সঙ্গে জড়িত নজরুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে অর্ধলাখ টাকা জরিমানাসহ মামলা দেওয়া হয়। সেই মামলায় জামিনে এসে নজরুল ও তার সহযোগীরা আবারও বালু উত্তোলন শুরু করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাটি-বালুর ব্যবসা করেন। তাই বাঙ্গালী নদীর একাধিক স্থানে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকেন। তিনি নিজেকে এতটাই ক্ষমতাধর মনে করেন যে স্থানীয় প্রশাসন তার অবৈধ বালুর পয়েন্টে অভিযান চালিয়েও থামাতে পারছেন না। এমনকি আরো বেপরোয়া হয়ে উঠেছেন। এভাবে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদী তীরবর্তী ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, ওরা সবাইকে ম্যানেজ করেই সব কাজ করে থাকেন। তাই অবৈধভাবে বালু উত্তোলন করলেও তাদের কিছুই হয় না। এমনকি ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর আগেই জানতে পারেন। তাই অভিযানের খবর শুনেই বালু উত্তোলনের সব সরঞ্জাম সরিয়ে ফেলেন। ফলে অভিযানকালে ঘটনাস্থলে কাউকেই পাওয়া যায় না। কিন্তু অভিযানের দুই-একদিন পরই ফের বাঙালী নদীতে ড্রেজার বসিয়ে তারা বালু উত্তোলন শুরু করেন বলে দাবি করেন তারা।
বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত নজরুল ইসলাম বালু উত্তোলনের কথা স্বীকার করে বলেন, মামলা ও জরিমানায় অনেক টাকা খরচ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই একটু নিচু জায়গা ভরাট করার জন্য বালু তোলার কাজ নিয়েছি। আপনারা একটু সহযোগিতা করলে কাজটা সহজ হয়। আমি মাটি-বালুর ব্যবসা করি। এটিতো কোনো অবৈধ ব্যবসা নয়অ। তাই দোষের তো কিছুই দেখছি না বলে মন্তব্য করেন তিনি।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানা এ প্রসঙ্গে বলেন, বাঙালি নদী থেবে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি শুনেছি। খোঁজখবর নিয়ে এই কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

শেরপুরে সমবায় দলের পথসভা অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক: একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 1 =

Contact Us