সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / নেতাকর্মীদের জন্য যে সতর্কবার্তা দিল বিএনপি

নেতাকর্মীদের জন্য যে সতর্কবার্তা দিল বিএনপি

শেরপুর নিউজ : দেশব্যাপী সর্বাত্মক টানা অবরোধ কর্মসূচির আগে নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি। সাবমেরিন ক্যাবল মেরামতের জন্য ২০ ঘণ্টা ইন্টারনেট শাটডাউন থাকবে। এ সময় সরকার নেতাকর্মীদের বিভ্রান্ত করতে পারে—এমন আশঙ্কা থেকেই দেওয়া হয়েছে এমন সতর্কবার্তা।

বিএনপির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং দলের মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের এ সংক্রান্ত দুটি ভিডিওবার্তা প্রকাশ করা হয়েছে মিডিয়া সেলের ফেসবুক পেজে।

এসব ভিডিওবার্তায় নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলা হয়েছে, ইন্টারনেট শাটডাউন হলে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো প্রকার চক্রান্তমূলক কিছু ঘটলে সেটি মোবাইলে ভিডিও করে রাখতে হবে। অথবা সেসব তথ্য যেসব মাধ্যমে সংরক্ষণ করা যায়, তা সংরক্ষণ করতে হবে। সরকার বিভ্রান্ত করার চেষ্টা করবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

Check Also

সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন চাই: চরমোনাই পীর

শেরপুর নিউজ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =

Contact Us