সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / যোগাযোগ নির্বিঘ্ন রাখতে মাঠে ৬৬ হাজার আনসার-ভিডিপি সদস্য

যোগাযোগ নির্বিঘ্ন রাখতে মাঠে ৬৬ হাজার আনসার-ভিডিপি সদস্য

শেরপুর নিউজ ডেস্ক: বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৩ দিনব্যাপী অবরোধে সারাদেশে সড়ক ও রেলপথে যোগাযোগ স্বাভাবিক রাখতে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এজন্য মঙ্গলবার থেকে সারাদেশে ৬৬ হাজার ৮১৭ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

বাহিনীর সদস্যরা গতকাল সকাল থেকে দায়িত্ব পালন শুরু করেছেন। আগামী ২ নভেম্বর পর্যন্ত রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে তারা দায়িত্ব পালন করবেন।

সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সঙ্গে টহলের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২ হাজার ২৮০ জন ব্যাটালিয়ন আনসার মোতায়েন আছে। তারা মোট ২৫০টি দলে বিভক্ত হয়ে ঝুঁকিপূর্ণ স্থানসমূহে দায়িত্ব পালন করছেন।

সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটসহ সড়ক ও রেল পথে চলাচল নির্বিঘ্ন রাখতে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সারাদেশে এক হাজার ৪৭৬টি পয়েন্টে ১০ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে বিভিন্ন সরকারি ও বেসরকারি ৫ হাজার ২৯৬টি প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে ৫৪ হাজার ৫৩৭ অঙ্গীভূত আনসার সদস্য। তারা নিজেদের দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও আশেপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।

Check Also

জাতীয়র পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + five =

Contact Us