শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় অবরোধের দ্বিতীয় দিনে একটি পণ্যবাহী ট্রাকে (ঢাকা মেট্রো-ড-২২-৩৪৭৯) আগুন দিয়েছে বিএনপি নেতা-কর্মীরা।
বুধবার (১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে শহরতলীর বাঘোপাড়া এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল হালিম জানান, ট্রাকটিতে লৌহজাত সামগ্রী থাকায় আগুনে তার ক্ষতি হয়নি। তবে ইঞ্জিনের ক্ষতি হয়েছে।
ট্রাক মালিক আমিনুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে আসা ট্রাকটি মহাস্থান এলাকায় রাখা ছিল। অবরোধের পর পণ্য আনলোডের সিদ্ধান্ত ছিল। কিন্তু আজ (বুধবার) পণ্যের মালিক ট্রাকের হেলপারকে ফোন করে মালামাল আনলোডের জন্য ট্রাকটিকে মাটিডালি এলাকায় নিয়ে যেতে বলে। তার কথামত ট্রাকটি মাটিডালির দিকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন হেলপারকে নিষেধ করেন। তখন ওই হেলপার ট্রাকটিকে বাঘোপাড়া এলাকায় মহাসড়কের পাশে রেখে দেয়। এর পর পরই দুপুর সোয়া ১২টার দিকে অবরোধকারীরা ওই ট্রাকে অগ্নি সংযোগ করে।