সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেরপুর নিউজ ডেস্ক: সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামী সহযোগী সংস্থার (ওআইসি) আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দিতে আগামী রোববার (৫ নভেম্বর) সৌদিতে যাবেন তিনি।

আগামী ৬ থেকে ৮ নভেম্বর জেদ্দায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে ওমরাহ পালন করবেন প্রধানমন্ত্রী।

বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান।

আব্দুল মোমেন বলেন, জেদ্দায় নারী সম্মেলন হবে। প্রধানমন্ত্রী ৫ নভেম্বর প্রথমে মদিনায় যাবেন। সেখান থেকে জেদ্দায় সম্মেলনে যোগ দেবেন। পরে মক্কায় যাবেন। সৌদি আরব সফর শেষে ৭ নভেম্বর দেশের পথে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

Check Also

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত

শেরপুর নিউজ ডেস্ক: দিল্লিতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। গত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 13 =

Contact Us