শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে নৈরাজ্য রুখতে বুধবার (০১ নভেম্বর) রাজপথ দখলে নেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে শান্তি সমাবেশ ও অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিলে সরগরম হয়ে উঠে পুরো শহর। সকাল থেকেই শহরের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকা নিয়ন্ত্রণে নেন আওয়ামী লীগ যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। দলের উপজেলা কমিটির সহ-সভাপতি আলহাজ¦ শাহজামাল সিরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, স.ম হাফিজুল ইসলাম, দপ্তর সম্পাদক রবিউল হাসান বাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সারোওয়ার রহমান মিন্টু, সাধারন সম্পাদক গোলাম হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল করিম সিপ্লব, নূরে আলম সানি, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির ড্যানি, সাকায়েত জামান নিহাল প্রমূখ বক্তব্য রাখেন। এর আগে একটি অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে এই কর্মসূচি শেষ হতে না হতেই উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টোর নেতৃত্বে আরেকটি অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল শহরের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকা দখলে নেয়। এতে বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন। যুবলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি পুত্র ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি। সমাবেশ শেষে দফায় দফায় মিছিল করেন তারা। সেইসঙ্গে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে চেয়ার পেতে বসে অবস্থান করেন যুবলীগের নেতাকর্মীরা। এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজপথ দখলে রাখেন তারা। বিকালে অনুরুপভাবে আরেকটি অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
Check Also
শেরপুরে সমবায় দলের পথসভা অনুষ্ঠিত
শেরপুর নিউজ ডেস্ক: একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী …