সর্বশেষ সংবাদ
Home / পড়াশোনা / মাদ্রাসার ৫ হাজার শিক্ষক-কর্মচারী এমপিওর টাকা পাচ্ছেন এ মাসেই

মাদ্রাসার ৫ হাজার শিক্ষক-কর্মচারী এমপিওর টাকা পাচ্ছেন এ মাসেই

শেরপুর নিউজ ডেস্ক: চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষক ও প্রভাষক পদে নিয়োগ পাওয়া সাড়ে ৪ হাজার শিক্ষক মান্থলি পেমেন্ট অর্ডারের (এমপিও) অন্তর্ভুক্ত হয়ে ইনডেক্স পেয়েছেন। তারা সবাই মাদ্রাসায় যোগ দিয়েছেন। চলতি নভেম্বরেই প্রথমবারের মতো এমপিওর আর্থিক সুবিধা পাচ্ছেন তারা। একই সঙ্গে ৩৩৯ কর্মচারীও চলতি মাস থেকে এ সুবিধা পাচ্ছেন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

মাদ্রাসার এমপিও কমিটির সদস্য সচিব ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার সহকারী পরিচালক মো. লুৎফর রহমান জানান, অক্টোবরের এমপিওর আবেদন যাচাই-বাছাই করে ৪ হাজার ৯২৫ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের মধ্যে ৪ হাজার ৫৮৬ শিক্ষক-প্রভাষক ও ৩৩৯ জন কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারী।

বর্তমানে দেশে মোট মাদ্রাসার সংখ্যা ৯ হাজার ১০২টি। এর মধ্যে এমপিওভুক্ত মাদ্রাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। মাদ্রাসার এমপিও প্রক্রিয়াকরণ সফটওয়্যার মেমিসের হিসাব অনুযায়ী, এসব মাদ্রাসার ১ লাখ ৩১ হাজার ৮২৮ শিক্ষক ও ৩৯ হাজার ১৮৮ কর্মচারী এমপিও সুবিধা পাচ্ছেন। আর এমপিওভুক্তির অপেক্ষায় আছেন নতুন নিয়োগ পাওয়া আরও ৬ হাজার ৬৩ নতুন শিক্ষক-প্রভাষক।

 

Check Also

অপপ্রচারের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

শেরপুর নিউজ ডেস্ক: অব্যাহত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 14 =

Contact Us