শেরপুর নিউজ ডেস্ক: বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির প্রথম দুদিনে বগুড়ায় ককটেল বিস্ফোরণ, ভাংচুর, যানবাহনে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ছয়টি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপি ও জামায়াতের ৩১২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে।
গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দুটি মামলায় সদরের লাহিড়িপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আবু নাসের আপেল এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য যুবদল নেতা রাশেদ রহমানকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের প্রথম দিন মঙ্গলবার দুপুরে লাঠিসোটা হাতে ৩০-৪০ জনের একদল পিকেটার বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান থামাতে বাধ্য করে। দুর্বৃত্তরা পেট্রল ঢেলে কাভার্ডভ্যানে আগুন ধরে দেয়।
কুরিয়ার সার্ভিসের বগুড়া জোনাল ম্যানেজার আফসার উদ্দিন জানান, আগুনে তাদের অন্তত দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এ ব্যাপারে সদর থানার এসআই বেদার উদ্দিন বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে মামলা করেন।
তিনি বলেন, একই দিন পিকেটাররা সদরের মাটিডালি এলাকায় পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করে। এতে সদর থানার এসআই জাহিদুল ইসলাম আহত হন। এ ব্যাপারে এসআই মিজানুর রহমান বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অনেকের বিরুদ্ধে মামলা করেন।
আফসার উদ্দিন জানান, বগুড়ার শাজাহানপুরের বনানীতে পিকেটারদের সরে যেতে অনুরোধ করলে তারা পুলিশের ওপর ইটপাটকেল ও ককটেল হামলা করে। এ সময় তিনটি মোটরসাইকেল ভাংচুরের পর অগ্নিসংযোগ ও কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়। এ ব্যাপারে শাজাহানপুর থানার এসআই রেজাউল করিম ও মাঝিরা ইউনিয়নের সাবেক সদস্য তারেক সুমন বাদী হয়ে পৃথক মামলা করেন।
তিনি জানান, দুটি মামলায় ৭১ জন করে মোট ১৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও অনেককে।
অন্যদিকে অবরোধের দ্বিতীয় দিন বুধবার বগুড়া সদরের বাঘোপাড়ায় আরও একটি ট্রাকে পেট্রল ঢেলে আগুন দেয় পিকেটাররা। এ ব্যাপারে সদর থানার এসআই মিজানুর রহমান ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে মামলা করেন।
মামলা ও গ্রেফতার প্রসঙ্গে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা জানান, পুলিশ গায়েবি মামলা দিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হয়রানি করছে। তবে তারা এসব মিথ্যা মামলা নিয়ে চিন্তিত বা বিচলিত নন।
এ প্রসঙ্গে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার জানান, সুনিশ্চিত অভিযোগের ভিত্তিতেই জড়িতদের নামে মামলা করা হচ্ছে। কাউকে হয়রানি করা হয়নি। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।