ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। ৩ নভেম্বর সকাল ৮ টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও সাংগঠনিক পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর দলীয় কার্যালয়ে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সাড়ে আটটায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শাহ জামাল সিরাজী,আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু,স ম হাফিজুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক খালেদ মোশাররফ , পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, যুগ্ম সম্পাদক সায়েদুজ্জামান দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির ড্যানি প্রমুখ। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দিন আহমেদ,ক্যাপ্টেন মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Check Also
শেরপুরে সমবায় দলের পথসভা অনুষ্ঠিত
শেরপুর নিউজ ডেস্ক: একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী …