শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতারকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (৩ নভেম্বর) দুপুর ৩টার দিকে এলএলবি পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় বগুড়া শহরের সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাজমা আকতার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষের পরীক্ষার্থী ও বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বাসিন্দা।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, নাজমা আকতার বগুড়া সদরের বাঘোপাড়ায় একটি কাভার্ড ভ্যান ও একটি ট্রাকে অগ্নিসংযোগ আর বিস্ফোরণ মামলার এজাহারনামীয় আসামি। গত ১ ও ২ নভেম্বর তার বিরুদ্ধে সদর থানায় দুইটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারের পর নাজমাকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা (পরিদর্শক) মো. শাহিনুজ্জামান বলেন, নাজমা আকতারকে গ্রেপ্তার করে র্যাব পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাকে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
Check Also
শেরপুরে সমবায় দলের পথসভা অনুষ্ঠিত
শেরপুর নিউজ ডেস্ক: একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী …