শেরপুর নিউজ ডেস্ক: জায়ান্ট কিলার তকমা পাওয়া আফগানিস্তানের কাছে এবার পাত্তা পেল না নেদারল্যান্ডসও। ওয়ানডে বিশ্বকাপের চলতি আসরে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়ে চমক দেখানো ডাচরা আফগানদের বিপক্ষে হেরেছে ৭ উইকেটে। ভালো শুরুর পরও মাঝপথে বিপর্যয়ে পড়ে ডাচরা। সবক’টি উইকেট হারিয়ে ৪৬.৩ ওভারে নেদারল্যান্ডস থামে ১৭৯ রানে। ১৮০ রানের টার্গেটে খেলতে নেমে আফগানদের খুব একটা বেগ পেতে হয়নি।
২৭ রানের জুটি ভেঙে আফগান ওপেনার ইব্রাহিম জাদরান ফিরলে আরেক ওপেনার রাহমানুল্লাহ গুরবাজের সাথে জুটি গড়েন তিনে নামা রহমত শাহ। তবে সেই জুটির স্থায়ীত্ব ছিল মাত্র ২৮ রানের। গুরবাজ ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন রহমত। অধিনায়ক হাশমতুল্লাহ শহিদীর সাথে ৭৪ রানের জুটি গড়েন তিনি। ৫৪ বলে ৫২ রান করে ফেরেন রহমত। তবে হাল ছাড়েননি কাপ্তান শহিদী। তিনি ৬৪ বলে ৫৬ রানে অপরাজিত ছিলেন। তাকে সঙ্গ দিয়ে ২৮ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন আজমতুল্লাহ ওমরজাই। প্রায় ১৯ ওভার হাতে রেখেই ডাচদের হারিয়েছে আফগানরা। এর ফলে সাত ম্যাচে ৪ জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে চলে গেছে আফগানিস্তান। একই সংখ্যক ম্যাচে ৩ জয় নিয়ে ছয় নম্বরে আছে পাকিস্তান।
Check Also
ওয়েস্ট ইন্ডিজ সফরের নারী দল ঘোষণা করলো বাংলাদেশ
শেরপুর নিউজ ডেস্ক: তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে …